ভারতে ৭১ তম প্রজাতন্ত্র দিবস: বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি বন্ধ

ভারতের ৭১ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর ও ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।তবে এই পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

রবিবার(২৬শে জানুয়ারি)সকাল থেকে একদিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রয়েছে। সোববার থেকে আবার সব কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে।বেনাপোল স্থল বন্দরের অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল জলিল আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে জানান,ভারতে ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।তবে বন্দরের ভেতর পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে।আগামীকাল সোমবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর