মাদক সেবনের দায়ে ১০ রোহিঙ্গাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রোহিঙ্গারা মাদক ব্যবসার পাশাপাশি এবার জড়িয়েছে মাদক সেবনেও। ফলে দিন দিন অস্হিতিশিল হচ্ছে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো।মাদক কারবার, অস্ত্রবাজি, খুন এসব এখন রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত উপজেলা উখিয়া- টেকনাফের নিত্যদিনের খবর।

শনিবার রাতে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরের ‘ওয়ান ইষ্ট’ এরিয়ায় অভিযান পরিচালনা করে মধুরছড়া ক্যাম্পের পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় দশজন রোহিঙ্গাকে মাদক সেবন অবস্হায় হাতেনাতে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- ইউনুস (২৪), রিয়াজদ্দিন (২০), সিরাজ (২৪), আব্দুল গনি (২০), রশিদ (১৯), শফিক ( ২৭), নাছের (২০), শহিদ (২০), ইউনুছ (৩৫), ছৈয়দ (২১)।

গ্রেপ্তারের পর তাঁদেরকে উখিয়া সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খানের কার্যালয়ে নিয়ে আসে পুলিশ।পরে তিনি ভ্রাম্যমান আদালতে প্রত্যেক কে এক হাজার টাকা করে জরিমানা করে।জরিমানা দেওয়ার পরে তাঁদেরকে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।
মধুরছড়া ক্যাম্পের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোবারক হোসেন বলেন, সারাদেশ দেশের ন্যায় শরণার্থী শিবিরেও মাদকের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর