আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে বেনাপোল কাস্টমস থেকে বর্ণাঢ্য র‌্যালি

যশোর বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২০ উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা র‌্যালি বের করা হয়েছে।রোববার (২৬শে জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বেনাপোল কাস্টমসের শোভাযাত্রা র‌্যালি উদ্বোধন করেন যশোর-১ শার্শা আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন(এমপি)।

এবারের কাস্টম দিবসের প্রতিপাদ্য বিষয়,‘Customs fostering Sustainability for people, Prosperity and the planet’

শোভাযাত্রা র‌্যালি বেনাপোল পৌর শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল কাস্টমসে এসে শেষ হয়।এ বর্ণাঢ্য শোভাযাত্রা র‌্যালিতে উপস্থিত ছিলেন,আন্তর্জাতিক কাস্টম দিবস উদযাপন যশোর-বেনাপোল আঞ্চলিক কমিটির আহ্বায়ক ও ভ্যাট কমিশনার মোহাম্মদ জাকির হোসেন,বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী,অতিরিক্ত কমিশনার ড.মোঃনেয়ামুল ইসলাম, নাভারণ সার্কেল এসপি জুয়েল ইমরান,শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন সহ প্রমুখ।

বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)বিভিন্ন উইংয়ের অংশীজন,কাস্টম হাউসের শুল্ক মূল্যায়ন,আপিল কমিশন,আয়কর,শুল্ক গোয়েন্দা,ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস,সি অ্যান্ড এফ এজেন্টস মালিক এসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা র‌্যালিতে অংশ নেন।আজ দুপুরে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-১ শার্শা সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর আপীল ও অব্যাহতি)মোঃ মেফতাহ উদ্দিন খান,যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ জাকির হোসেন,যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন,যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা ও বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর