রামগঞ্জে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার টিওরী বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই আয়োজন সম্পন্ন করা হয়। সকাল ০৯:০০ ঘটিকায় ভোটগ্রহন শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।

ভোট গননা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।এতে ৬ষ্ঠ শ্রেণী থেকে সিদরাতুল মুনতাহা ২০ ভোট পেয়ে ১ম স্থান, ৭ম শ্রেনী থেকে সাদিকা জাহান ২০ ভোট পেয়ে ১ম স্থান, ৮ম শেনী থেকে ফাহিমা আক্তার ৩১ ভোট পেয়ে ১ম স্থান ও ফজলে এলাহী ১৪ ভোট পেয়ে ২য় স্থান, ৯ম শ্রেণী থেকে বিজ্ঞান শাখার মারজাহান আক্তার ৩০ ভোট পেয়ে ১ম স্থান ও একই শাখার ইবনে মাহমুদ ২৮ ভোট পেয়ে ২য় স্থান, ১০ম শ্রেণি থেকে ব্যবসায় শিক্ষা শাখার আকরাম হোসেন ৪০ ভোট পেয়ে ১ম স্থান ও মানবিক শাখার তানভীর হোসেন ২৯ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে বিজয়ী হন।

নির্বাচনে ১০ম শ্রেণির শিক্ষার্থী আব্দুর রাজ্জাক নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর