রায়গঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন’র দু’টি বেকুতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইছামতি নদীর কালিঞ্জা ব্রিজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি বেকু মেশিন পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীমুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নদীর ওই এলাকায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের জনৈক নজরুল ইসলাম গং অবৈধভাবে বালু উত্তোলণ করে আসছিল। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বুধবার ঘটনাস্থলে গিয়ে এই বালু উত্তোলন বন্ধ করে ৩ দিনের মধ্যে বেকু মেশিন সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়। এ আদেশ অমান্য করে বালু ব্যবসায়ীরা ওই স্থান থেকে বালু উত্তোলন অব্যাহত রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪ টার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে বেকু মেশিন ২টি জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় এসআই শফিকুল ইসলাম, সার্ভেয়ার জাকির হোসাইন, স্থানীয় (ভূমি) সহকারি কর্মকর্তা বরকতুল্লাহ উপস্থিত ছিলেন।।

বার্তা বাজার/এম.সি 

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর