চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড

চট্টগ্রামে নগরীর পাঁচলাইশ থানাধীন মির্জাপুল এলাকায় বস্তিতে ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে ওই বস্তিতে আগুন লাগে বলে জানান এলাকাবাসী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ টি গাড়ি এক নাগাড়ে কাজ করছে বলে জানান সিনিয়র ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল মান্নান।

আব্দুল মান্নান বলেন, “সকাল সাড়ে দশটার দিকে বস্তিতে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পরে। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট হতে ১৪টি গাড়ি আগুন নিভাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এছাড়া আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, ১১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নিকটস্থ সব ফায়ার স্টেশনের গাড়িকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাঁচটি ফায়ার স্টেশনের ১৪ টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কেহ বিস্তারিত কিছু বলতে পারেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণের পর অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আব্দুল মান্নান।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর