হাসপাতালে ভর্তি কবি শঙ্খ ঘোষ

শঙ্কামুক্ত কবি শঙ্খ ঘোষ। গত চব্বিশ ঘণ্টায় শারীরিক অবস্থার উন্নতি হয়েছে দুই বাংলার জনপ্রিয় এ কবি। আরও দুই থেকে তিনদিন কবি শঙ্খ ঘোষকে পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা। তবে সব ঠিক থাকলে হাসপাতাল থেকে দ্রুতই ছাড়া পেতে পারেন তিনি৷

এর আগে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শ্বাসকষ্ট ও সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ৮৭ বছরের শঙ্খ ঘোষ। মূলত বার্ধক্যজনিত রোগে ভুলছেন পদ্ম ভূষণ, সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত এ কবি

কবির পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবারের পর থেকে তার শারীরিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া হচ্ছে না। আরও দুই-তিন দিন তাকে পর্যবেক্ষণে রাখতে চান চিকিৎসকরা। কেবিনে খুব বেশি ভিড় চাইছেন না কবি। তবে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর