ইবি বাস্কেটবল দলের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাস্কেটবল দল নটরডেম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতায় অংশগ্রহণ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর সাথে সৌজন্য সাক্ষাত করেছন।

সোমবার (১৮ মার্চ) দুপুরে বাস্কেটবল দলের প্রতিনিধি দল উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারীর অফিস কক্ষে তাঁর সাথে সৌজন্য সাক্ষাত করতে যান।এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী আশা প্রকাশ করে বলেন,ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দল খেলায় নৈপূন্যেতা দেখিয়ে প্রতিদ্বন্দিতামুলক খেলা করে প্রতিযোগীতায় কৃতিত্বের সাক্ষর রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবলের সুনামকে আরো ছড়িয়ে দেবে।উপাচার্য এসময় আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল দলের সর্বাঙ্গীন সাফল্য ও মঙ্গল কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির সভাপতি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান,শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল,উপ-পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান ও বাস্কেটবল দলের সদস্যবৃন্দ।

এদিকে আগামী ২০ মার্চ বুধবার হতে অনুষ্ঠিত ফাদার বেঞ্জামীন আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগীতা সেশন-২ এ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১২ সদস্যের বাস্কেটবল দল অংশগ্রহন করবে।১২ সদস্যের বাস্কেটবল দলের কোচ হিসাবে থাকছেন শারীরিক শিক্ষা বিভাগের উপ পরিচালক শেখ মোস্তাফিজুর রহমান ও টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোঃ সোহেল।

এছাড়া এবারের প্রতিযোগিতায় ১২টি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় অংশগ্রহন করবে বলে জানা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর