সিরাজগঞ্জে চোরের ভয়ে গবাদিপশু বসতঘরে!

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুরিবেড় গ্রামে গরু চোরের ভয়ে গোয়াল ঘরের পরিবর্তে দুই হতদরিদ্র পরিবার গরু পালন করছে বসতঘরে।

গত এক মাস ধরে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুরিবেড় সহ পার্শ্ববর্তী গ্রাম গুলোতে গরু চোর আতঙ্ক বিরাজ করায় দুইটি পরিবার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা আরও জানান, রেহাইশুড়িবের গ্রামের কৃষক সুলতান ব্যাংক লোনে কেনা দুটো গরু দাম প্রায় এক লক্ষ্য চল্লিশ হাজার টাকা। যা শনিবার (১১ জানুয়ারি) রাতে চুরি হয়েছে।

তার ঠিক দুই দিন পরের রাতে পূর্ব রেহাইশুরিবেড় মান্নান শেখ এর একটি আরিল গরু চুরি হয় দাম প্রায় এক ৭০হাজার টাকা। একই রাতে পানাগাড়ী গ্রামের মো. শ্যামল হোসেন এর একটা গাভী ও দুইটা আরিল চুরি হয়।

এর একদিন পর জোড়গাছা গ্রামের সিরাজ মিয়ার গরু নিয়ে যাওয়ার সময় দেখে ফেলায় পালিয়ে যায় চোরের দল। এরপর থেকেই দুই পরিবার গরু পালন করছেন বসত ঘরে।

বৃহস্পতিবার সরেজমিন গেলে জানা যায়, পেশায় দিন মজুর তোফাজ্জলের বাবা এক বছর পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। সহায় সম্বল বলতে ১৩ শতাংশের ভিটে বাড়িটুকু। স্ত্রী দুই ছেলেমেয়ে ও প্রতিবন্ধী বোনকে নিয়ে অতি কষ্টে দিনাতপাত করছেন তিনি। বাবার চিকিৎসার সময় প্রায় অর্ধলক্ষ টাকার ঋণ পরিশোধের তোফাজ্জলের একমাত্র অবলম্বন অস্ট্রেলিয়ান জাতের আনুমানিক পঞ্চাশ হাজার টাকা মূল্যের এই ষাঁড় গরুটি।

তোফাজ্জলের স্ত্রী ইয়াসমীন (৩০) জানান, গত শনিবার দিন সন্ধ্যার পর চোরের দল আমাদের ষাঁড় গরুটি নিয়ে যাওয়ার সময় প্রতিবেশী নূরনবী ঠের পেয়ে ডাক-চিৎকার দেওয়ায় পালিয়ে যায় চোর। আমরা আশায় দিন গুণছি, গরুটি বড় হলে বিক্রি করে ঋণ পরিশোধ করব। তাই গরুর নিরাপত্তায় আমরা বসতঘরে গরুর সাথে বাস করছি।

একই গ্রামের দিনমজুর আল আমীনের স্ত্রী শেফালি বেগম (২৫) জানান, কী করব ভাই চোরের ডরে গরু আর পোলাপান নিয়া একঘরে বাস করছি। এলাকায় গরুচুরির উপদ্রব বাড়ায় গোয়ালঘরে গরু পালতে সাহস পাইনা।

প্রতিবেশী সুরুজ আলী (৬৫) জানান, এলাকায় গরুচোর আতঙ্ক থাকায় আমি প্রতিরাতে দুই তিনবার উঠে গোয়ালঘর চেক করি। অনতিবলম্বে গরুচুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন স্থানীয় প্রশাসন এমনটাই দাবি এলাকাবাসীর।

এ বিষয়ে কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, গবাদিপশু চুরি হয়েছে কিনা আমার জানা নেই। তাছাড়া এবিষয়ে ভুক্তভোগীরা কোন অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর