বশেফমুবিপ্রবির সাংবাদিকদের মেলান্দহ রিপোর্টারস ইউনিটি কর্তৃক প্রশিক্ষণ

জামালপুরের মেলান্দহে তিন দিনের বুনিয়াদি সাংবাদিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা (আজ প্রথম দিন) ২৩ জানুয়ারি দুপুর ২:৩০ টায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি এর আয়োজন করে।

জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ও আজকের জামালপুরের সম্পাদক এম.এ. জলিল কর্মশালার উদ্ধোধন করেন।

জেলা সহকারি তথ্য অফিসার কবির হোসেন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-জামালপুর প্রেস ক্লাবের সভাপতি চ্যানেল আইয়ের প্রতিনিধি হাফিজ রায়হান সাদা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ডেইলী স্টারের ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি প্রফেসর আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টিভি-ভোরের কাগজের প্রতিনিধি দুলাল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, প্রশিক্ষণের সমন্বয়ক ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ইত্তেফাক/নিউনেশনের প্রতিনিধি শাহ্ জামাল, আমাদের সময়ের সাহিদুল ইসলাম ইসলামপুর প্রতিনিধি ও জামালপুর লাইভের সম্পাদক সাইদুর রহমান, নকশী বাংলা টিভির এমডি ফজলুল করিম ও আমাদের নতুন সময়ের প্রতিনিধি জাহিদ হাসান সোহাগ প্রমুখ।

প্রশিক্ষণে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন,
মোকাররম হোসাইন (বার্তাবাজার),এস এম আল- ফাহাদ (দৈনিক অধিকার) ,মনজুরুল ইসলাম (দৈনিক ডোনেট বাংলাদেশ),রিপন কুমার সানা(ভয়েসবিডি২৪ডটকম),খায়রুল ইসলাম( ক্যাম্পাস লাইভ২৪ডটকম),সাবিত হাসান (ডেইলি আমাদের বাংলাদেশ)।আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুর রহমান অন্তর, তাসলিমা আক্তার কুয়াশা।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর