নীলফামারীতে ১ হাজার অসহায় পরিবারের মাঝে খাবার ও কম্বল বিতরণ

নীলফামারীর ডিমলা (২৩ জানুয়ারী) উপজেলার ১০টি ইউনিয়নের ১ হাজার ভিক্ষুক ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) উপজেলার ১০ ইউনিয়ন পরিষদে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ১ হাজার প্যাকেট শকনো খাবার ও ১ হাজার কম্বল বিতরন করা হয়েছে। শুকনো খাবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি চিড়া, ১ প্যাকেট নুডুস্, ১২ টি মোমবাতি ও ১টি করে কম্বল বিতরন করা হয়েছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান মানিক, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম ও স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর