আগামী ৩১ জানুয়ারি বাংলাদেশে ‘রবিবার’

জয়া ও প্রসেনজিৎ অভিনীত এবং অতনু ঘোষ পরিচালিত রবিবার সিনেমাটি মুক্তি পায় গত ২৭ ডিসেম্বর। আমদানি নীতিমালা অনুসারে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা শোনা গিয়েছিল। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট সিনেমাটি বাংলাদেশে মুক্তির জন্য বাংলাদেশ সরকারের অনুমোদন নিতে আবেদনও করে রেখেছিল। কিন্তু অনুমোদন পেতে দেরি হওয়ায় মুক্তি দেয়া সম্ভব হয়নি। তবে প্রায় এক মাস পরে বাংলাদেশে আসছে রবিবার। আগামী ৩১ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

এ বিষয়ে অনন্য মামুন বলেন, ‘বাংলাদেশ ও ভারতে একসঙ্গে সিনেমাটি মুক্তির কথা ছিল। এ জন্য আবেদনও করে রেখেছিলাম। কিন্তু সঠিক সময়ে অনুমোদন না পাওয়ায় তা হয়নি। একসঙ্গে দুই বাংলায় মুক্তি পেলে ভালো হতো। তবে আগামী ৩১ জানুয়ারি মুক্তির দিন ঠিক করেছি।’ প্রসঙ্গত, অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ সিনেমার বিনিময়ে অতনু ঘোষের ‘রবিবার’ সিনেমাটি আমদানি করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর