এখনও আইপিএলে থাকার কারন জানালেন সাকিব

আইপিএলের এবারের মৌসুমে মাত্র একটি ম্যাচ খেলছেন সাকিব আল হাসান। সানরাইজ হায়দ্রাবাদের হয়ে প্রথম ম্যাচে ফিরলো এর পরবর্তী সবকটি ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে তাকে। যদিও এর সামনে বিশ্বকাপ তাই নিজেকে ফিট রাখতে ভারতে বেশি করে অনুশীলন করছেন তিনি। গতকাল দিল্লি ক্যাপিটাল এর বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই বললেন তিনি। সাকিব বলেন বিদেশি ক্রিকেটার সানরাইজ হায়দ্রাবাদ একাদশে খেলছেন তারা বিশ্বমানের।

এখানে সুযোগ পাওয়া অনেক কঠিন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান বলেন, একাদশে না থাকাটা অবশ্যই হতাশার, কিন্তু পরিস্থিতিও আপনাকে বুঝতে হবে। আমাকে বসিয়ে রাখা টিম ম্যানেজমেন্টের জন্য খুব কঠিন।

না খেললেও আমাকে ফিট আর প্রস্তুত থাকতে হবে। তাছাড়া বিশ্বকাপও আসছে। ফলে অনুপ্রেরণার কোনো কমতি নেই। আর আমার সুযোগ যখন আসবে, আমিও দুই হাত ভরে তা নেব। আমি অনুশীলনও আগের চেয়ে অনেক বেশি করছি।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর