ট্রাম্পের অব্যাহতি চান আইনজীবীরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে আনা অভিশংসনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। এছাড়াও রিপাবলিকান নেতৃত্বাধীন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তার বিরুদ্ধে আনা এ অভিযোগের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, সোমবার সিনেটে জমা দেওয়া এক নথিতে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত অব্যাহতি বা খালাসের দাবি জানিয়েছেন তার আইনজীবীরা। ১১৬ পৃষ্ঠার নথিতে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অভিশংসনের তদন্ত কাজে কংগ্রেসকে সহায়তা না করার অভিযোগ বাতিল চেয়েছেন তার আইনজীবীরা। গতকাল মধ্যরাতেই সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের শুনানি শুরু হয়েছে। সম্প্রতি মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন বিল পাস করে।

সেখানে ২২৮-১৯৩ ভোটে বিলটি পাস হওয়ার পর গতকাল রাতে এটি সিনেটে ওঠে। তবে ট্রাম্পের দাবি, বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাস হওয়া বিলটি অসাংবিধানিক। তাকে ক্ষমতাচ্যুত করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তারা পার্লামেন্টে এ সংক্রান্ত বিল উত্থাপন করেছে। সিনেটে অবশ্য ট্রাম্পের বিপাকে পড়ার আশঙ্কা খুবই কম। কারণ সেখানে ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ। তারা ইতিমধ্যেই অভিশংসনের বিপক্ষে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর