তাবিথের ওপর হামলার তদন্তের নির্দেশ ইসির

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ৫৮তম কমিশন বৈঠক শেষে ইসির জেষ্ঠ্য সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, তাবিথের ওপর হামলার বিষয়ে কমিশনের কাছে বিএনপি তাৎক্ষণিকভাবে অভিযোগ করেছে। কমিশন সেটি শুনে সঙ্গে সঙ্গে রিটার্নিং অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে তদন্ত করে রিপোর্ট দেয়ার জন্য।

তিনি জানান, বিএনপি আবেদন করলেও ঢাকা দুই সিটি নির্বাচনে ইভিএম বাতিলের সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, বিএনপি’র সাধারণ অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রাম উপনির্বাচনে ভোট বাতিলের সিদ্ধান্তের বিষয়ে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর