২,১৫৩ ধনীর সম্পদ, ৪৬০ কোটি মানুষের চেয়ে বেশি

বিশ্বের শীর্ষ দুই হাজার ১৫৩ ধনী ব্যক্তির মোট সম্পদ ৪৬০ কোটি দরিদ্র মানুষের চেয়ে বেশি। আন্তর্জাতিক ত্রাণ সংস্থা অক্সফামের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সুইজারল্যান্ডের দাভোসে রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের বার্ষিক বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনের আগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বিশ্বের ২২ বিত্তবান ব্যক্তির সম্পদ আফ্রিকার সব নারীর সম্পদের চেয়ে বেশি। বিশ্বে বৈষম্য দূর করতে বিত্তবানদের উচ্চ কর আরোপের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারীরা বিনা বেতনে বা স্বীকৃতি ছাড়াই প্রতিদিন মোট এক হাজার ২৫০ কোটি ঘণ্টা কাজ করছে। এছাড়া নারীদের মজুরিহীন সেবা প্রতিবছর বিশ্ব অর্থনীতিতে অন্তত ১০ লাখ ৮০ হাজার কোটি ডলার মূল্য যোগ করছে, যা প্রযুক্তি শিল্পে যোগ হওয়া মূল্যের তিনগুণের বেশি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর