ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ সদর উপজেলার শম্ভূগঞ্জ রেলস্টেশন সংলগ্ন একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ, নেত্রকোণা এবং কিশোরগঞ্জে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) জারিয়া থেকে ময়মনসিংহের উদ্দ্যেশে ছেড়ে আসা লোকাল ট্রেনটি শম্ভূগঞ্জ রেলস্টেশনের আউটার সিগনালে পৌঁছালে এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার জহুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে জারিয়া লোকাল ট্রেনটি শম্ভূগঞ্জ রেলস্টেশন ক্রস করার সময় ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ, নেত্রকোণা এবং কিশোরগঞ্জ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গৌরীপুর স্টেশনে আটকা পড়েছে বিজয় এক্সপ্রেস ট্রেনটি। কেওয়াটখালী লেকোশেড থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করলে ইঞ্জিনের আরো চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে উদ্ধার কাজ আরো বিলম্ব হবে বলে জানন রেলওয়ে কর্মকর্তারা।

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর