“বৈসাবি” তে মেতেছে জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাঙ্গালী উৎসবের সাথে পালিত হলো “বৈসাবি “। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা আয়োজন করে এই উৎসবের।

গত ১৩ ই এপ্রিল (শনিবার) বিশ্ববিদ্যালয়ের সকল আদিবাসী শিক্ষার্থীরা একত্র হয়ে এ উৎসবের আয়োজন করে। উক্ত উৎসবে তাদের বিখ্যাত “জলখেলা” আয়োজন করে এবং তাদের নিজ সম্প্রদায়ের গানে নেচে গেয়ে উৎসবের আমেজ ধরে রাখে। এই অনুষ্ঠানে বাঙ্গালী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। প্রতিবছরই এইভাবে আদিবাসী শিক্ষার্থীরা “বৈসাবি ” উদযাপন করে থাকে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান তিনটি আদিবাসী সমাজের বর্ষবরণ উৎসব বৈসাবি। ত্রিপুরা, মারমা ও চাকমা সম্প্রদায়ের তিন উৎসব বৈসুক, সাংগ্রাই ও বিজু নিয়ে একত্রে “বৈসাবি” পালন করা হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর