বাংলাদেশে বিকল্প পেতে এক ঘণ্টার বেশি সময় লাগে না: মুশফিক

গুঞ্জনটা বিপিএল ফাইনালের আগের দিন থেকেই শোনা যাচ্ছিল, এরপর সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমকে পেয়ে একের পর এক প্রশ্নবান ছুড়লেন সাংবাদিকরা। বিষয়বস্তু একটাই- মুশফিকের পাকিস্তান সফরে না যাওয়া। জবাব দিতে গিয়ে একপর্যায়ে এক সাংবাদিকের ওপর ক্ষেপেই গিয়েছিলেন মুশি। তিন সংস্করণেই বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ মুশফিক না থাকলে বিপদে থাকবে দল। কিন্তু মুশি নিজেই বোমা ফাটিয়ে বলেন, বিকল্প পেতে বাংলাদেশে এক ঘণ্টার বেশি সময় লাগে না!

মুশফিককে ছাড়াই আজ শনিবার ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা নিয়ে পরিবার ভীত ও শঙ্কিত থাকায় পাকিস্তান সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মুশফিক। নিজের অনুপস্থিতিতে অন্যদের জন্য সুযোগ হিসেবে দেখছেন তিনি, ‘বাংলাদেশে বিকল্প পেতে এক ঘণ্টা সময়ও লাগে না। অবশ্যই অনেকে ভালো খেলছে। বিপিএলেও অনেক ভালো খেলেছে। সবার জন্য দারুণ সুযোগ, আশা করব, তারা সুযোগটা কাজে লাগাবে।’

এবারের বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৯১ রান করেছেন মুশফিক। তিনি না থাকলেও পাকিস্তান সফরে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে কে খেলল না খেলল, তাতে বেশি কিছু আসে যায় না মুশফিকের কাছে, ‘ভারতের গিয়ে তো আমি খেলেছি, কী লাভ হয়েছে! আড়াই দিনে ম্যাচ হেরেছি! আমরা পাঁচ জন সিনিয়র থাকা অবস্থায় অনেক ম্যাচ হেরেছি। আবার অনেকে না থাকা অবস্থাতেও আমরা অনেক ম্যাচ জিতেছি। আমাদের দল নতুন খেলোয়াড় খুঁজছে। আমার জায়গায় যে আসবে, তার জন্য দারুণ সুযোগ।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর