পরাজয়ের পর যা বললেন মুশফিক (ভিডিও)

পুরো বিপিএলে দুর্দান্ত খেলেছিল খুলনা টাইগার্স। তবে ফাইনালে গিয়ে হোচট খেল খুলনা টাইগার্স। রাজশাহী রয়েলসের বিপক্ষে ১৭১ রানের টার্গেট তাড়ায় ২১ রানের পরাজয় নিয়ে কথা বলেছেন মুশফিকুর রহিম।

ফাইনালে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিক বলেন, ওরা ১০ থেকে ১৫ রান বেশি করে ফেলেছে। তাছাড়া আমাদের ইনিংসের শেষ পর্যন্ত যদি একজন সেট ব্যাটসম্যান থাকত তাহলে রান তাড়া সম্ভব হতো।

মুশফিক আরও বলেন, ফাইনালে যেমন ভালো খেলা উচিত ছিল, ততটা ভালো আমরা খেলতে পারিনি। বোলিংয়ে প্রথম ১৬ ওভার পর্যন্ত আমাদের ভালোই ছিল। কিন্তু শেষ দিকে গিয়ে তা আর ভালো থাকেনি। আমরা ভালো বল করিনি ঐ গুরুত্বপূর্ণ সময়ে।

তিনি আরও বলেন, শিরোপা না জিততে পারায় আপসেট তো অবশ্যই। পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। ফাইনালে উঠে ট্রফি জিততে না পারলে তো খারাপ লাগেই। তাই হতাশা আছে অবশ্যই। এবার প্রথমবার ফাইনালে উঠেছি। আশা করছি আগামীতে ফাইনাল খেললে ঠিক ট্রফি জিতব।

১৭১ রান তাড়া করতে নেমে দলীয় মাত্র ১১ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় খুলনা। এরপর তৃতীয় উইকেটে রাইলি রশোকে সঙ্গে নিয়ে ৭৪ রানের জুটি গড়েন শামসুর রহমান শুভ।

মুশফিক বলেন, শামসুর রহমান শুভ আর রাইলি রুশো বেশ ভালো খেলে একটা পার্টনারশিপ দাঁড় করিয়ে এগিয়ে দিয়েছে। কিন্তু দুজনই খুব অল্প সময়ের ব্যবধানে আউট হওয়ায় হিসেবটা আবার জটিল হয়ে ওঠে। আর আমি যখন উইকেটে যাই ততক্ষণে ওভার পিছু লক্ষ্যমাত্রা ১৫ রানে গিয়ে ঠেকেছে। যেটা নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে গিয়ে আমার পক্ষে করা বেশ কঠিন ছিল।

ফাইনালে পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম

ফাইনালে পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম

Gepostet von Barta Bazar am Freitag, 17. Januar 2020

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর