টাঙ্গাইলের দেলদুয়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষ

টাঙ্গাইলের দেলদুয়ারে নানা আয়োজনের মধ্যে দিয়ে রবিবার বাংলা নববষর্ ১৪২৬ উদ্ধসঢ়;যাপন করা হয়েছে। বাংলা নববষর্ -১৪২৬ উদ্ধসঢ়;যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯ টায় শাফিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে উপজেলা মিলনায়তনে আবহমান বাঙ্গালির অন্যতম ঐতিহ্য পান্তা ইলিশ প্রীতি ভোজের আয়োজন করা হয়। প্রীতি ভোজ শেষে উপজেলা প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোসা. নাদিরা আখতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, সহকারি কমিশনার (ভূমি) সুফল চন্দ্র গোলদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহম্মদ এমদাদুল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল হক ভূইয়া, নব নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার ফজলুল হক প্রমুখ ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর