কর্ণফুলী নদীর পাড়ে ধ্বংস করা হলো ২০ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ

চট্টগ্রামে ধ্বংস করা হয়েছে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ, ক্ষতিকারক ও মেয়াদোত্তীর্ণ ওষুধ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) চট্টগ্রাম শহরের ও উপজেলার বিভিন্ন এলাকা হতে গত তিন মাস যাবত চলমান অভিযানে ডিসি অফিসে মালখানায় জব্দ রাখা জব্দ করা প্রায় ২০ লক্ষ টাকার ওষুধ কর্ণফুলী নদীর পাড়ে ধ্বংস করা হয়েছে বলে জানান ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান।

হোসাইন মোহাম্মদ ইমরান বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে গত তিন মাসে চট্টগ্রামের শহর এলাকা সহ বিভিন্ন উপজেলার ওষুধের দোকান ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়।

যেখান হতে এ যাবত অবৈধ ও মেয়াদবিহীন প্রায় ২০ লক্ষ টাকার ওষুধ জব্দ করা হয় এবং আজ তা কর্ণফুলী নদীর পাড়ে ধ্বংস করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর