নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গত ১৫ই মার্চ ২০১৯ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের হামলায় অর্ধশত মুসলমান নিহত হয়।

এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার বেলা ১১টায় কলাপাড়া পৌরশহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। কলাপাড়া উপজেলা ইমাম-মুয়াজ্জিন কল্যান সমিতির উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদে শত শত মানুষ অংশ নেয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর হাফেজ মো. আল-আমিন সরদার, ইমাম সমিতির সভাপতি মাওলানা প্রভাষক মাসুম বিল্লাহ রুমী, সাধারন সম্পাদক মাওলানা ফেরদাউসুল হক গাজী।

বক্তারা বন্দুকধারী অস্ট্রেলীয় নাগরিকসহ জড়িতদের ফাঁসির দাবি করেন। তাঁরা এ ঘটনায় দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। নৃশংস ও বর্বর এ হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর