বড়লেখায় ৭ ঘন্টায় ৪০ ভোট

বড়লেখা উপজেলার ৬১টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল আটটায় ভোটগ্রহন শুরু হলেও অধিকাংশ কেন্দ্রে দুপুর দেড়টা পর্যন্ত ২০-৪০টি ভোট কাষ্ট হতে দেখা গেছে।

সরেজমিনে উপজেলার দক্ষিণভাগ সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে গিয়ে দেখা গেছে, একটি বুথের ভোটার সংখ্যা ৪৬৬ জন। সকাল ১১ টায় এ বুথে ভোট কাস্ট হয় মাত্র ১৮টি।

পৌরশহরের বড়লেখা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথের ভোটার সংখ্যা ২৬০। বিকেল বিকেল ৩টায় এ কেন্দ্রের কাস্টিং ভোট সংখ্যা মাত্র ৪০। অন্যান্য বুথগুলোরও একই অবস্থা থাকতে দেখা গেছে।

বিকেল পৌনে চারটায় দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথের ৩৬২ জন ভোটারের মধ্যে মাত্র ৮৬ জন ভোটার ভোট দিয়েছেন বলে জানা গেছে। উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকায় পুলিশ, আনসার, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের অনেকটা বিনা চাপেই নির্বাচনী ডিউটি করতে দেখা গেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর