যুক্তরাষ্ট্রে নিখোঁজের ৭৫ দিন পর নদী থেকে বাংলাদেশি চিকিৎসকের লাশ উদ্ধার

নিখোঁজ হবার ৭৫ দিন পর ১০ জানুয়ারি বাংলাদেশি আমেরিকান ডা. মোহাম্মদ বদরুদ্দোজা (৮২)’র লাশ পাওয়া গেল শিকাগো সিটি থেকে শতাধিক মাইল দূরে রক নদী থেকে। শিকাগোতে বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মনির চৌধুরী ১৪ জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রবীণ এই প্রবাসী দীর্ঘদিন থেকেই বসবাস করছিলেন রোকফোর্ড সিটিতে। তিনি একাকী বাস করতেন। ২৭ অক্টোবর সর্বশেষ তাকে ক্রিক বেন্ড এলাকার ৭৭০০ ব্লকের বাড়িতে দেখা যায়। এর কদিন পর অর্থাৎ ৪ নভেম্বর তার গাড়ি দেখা যায় পার্কিং লটে। ইলিনয় রাজ্যের প্লেট নম্বর এএইচ ৮২৫০৬ এবং তা ছিল লেক্সাস ব্লু-২০০৮ মডেলের গাড়িতে।

উইনিবাগো কাউন্টি প্রশাসনের তদন্ত কর্মকর্তা বিল হিন্টজ জানান, একটি পার্কের সন্নিকটে রক নদীতে ভাসছিল লাশটি। উদ্ধারের পর তা শনাক্ত করা সম্ভব হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং প্রতিবেদন এখনও পাওয়া যায়নি। লাশ পচে যাওয়ায় টক্সিকোলজি এবং মাইক্রোসকপিক পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে। এজন্যে কিছুটা সময় লাগবে মৃত্যুর কারণ জানতে।

রাজশাহীর সন্তান বদরুদ্দোজা বেশ ক’বছর আগে শিকাগোতেই বসবাস করতেন সপরিবারে। দুই কন্যার জনক ছিলেন তিনি। কিন্তু স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর শিকাগো ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন। কয়েক বছর পর পুনরায় শিকাগোতে ফিরেই বসতি গড়েন নির্জন জনপদ রোকফোর্ডে। জানা গেছে, বদরুদ্দোজা শিকাগোতে বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করেছেন কয়েক বছর। তার এমন করুণ মৃত্যুও সংবাদে গোটা কমিউনিটি হতভম্ব এবং ক্ষুব্ধ। কন্সাল জেনারেল মনির চৌধুরী জানান, আমরা রোকফোর্ড সিটি প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করছি সর্বশেষ তথ্য জানতে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর