কুড়িগ্রামে অগ্নিকাণ্ডে, ১৯টি দোকান পুড়ে ছাই

কুড়িগ্রামে যুব উন্নয়ন ভবন সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পু‌ড়ে গে‌ছে। শ‌নিবার (১৩ এ‌প্রিল) দিবাগত রাত দুইটার দিকে এ অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে। বৈদ্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে অ‌গ্নিকা‌ন্ডের সূত্রপাত হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্স, কু‌ড়িগ্রাম।

এলাকাবাসি জানায়, রোববার রাত ৩ টার দিকে মার্কেটের একটি মনোহারি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকান গু‌লো‌তে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই মা‌র্কে‌টের সবাই ক্ষুদ্র ব্যবসায়ী। এই অ‌গ্নিকা‌ন্ডে ক্ষ‌তিগ্রস্থরা সবাই রোজগা‌রের উৎস হা‌রি‌য়ে নিঃস্ব হ‌য়ে গে‌ছে ব‌লে জানান স্থানীয় ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস জানায়, ঐ মার্কেটে দোকান ঘরগুলো আধা পাকা ও লাগোয়া থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ‌কিছুটা বেশি হয়ে‌ছে। সেখানে মুদি দোকান, কসমেটিকসহ বিভিন্ন সামগ্রীর প্রায় ১৯ টি দোকান পু‌ড়ে গে‌ছে। এ‌তে ক্ষয়ক্ষ‌তির প‌রিমাণ প্রায় ১৮ লক্ষ ৮৫ হাজার টাকা ব‌লে জানায় স্থানীয় ফায়ার সা‌র্ভিস।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর