আজহারীকে দেখলে দেলাওয়ার হোসাইন সাঈদীর কথা মনে পড়ে

বর্তমানে আলোচিত এক বক্তা মিজানুর রহমান আল আজহারী। সম্প্রতি তার মাহফিলগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কিছু কিছু মাহফিলে দেখা যায় ‘অন্য ধর্মাবলম্বীরা’ তার মাহফিলে ইসলাম গ্রহণ করছেন। সোশ্যাল মিড়িয়ায়ও আলোচিত এক বক্তা এই মিজানুর রহমান আল আজহারী।

সম্প্রতি আলোচিত এই বক্তাকে নিয়ে নিজের ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় গণমাধ্যম ব্যাক্তিত্ব, দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান। বার্তা বাজার’র পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

“ওয়াজ করা আজহারী নিয়ে কেউ জানাবেন সত্যটা?

ইউটিউব দেখি এখন ওয়াজ করা হুজুরদের দখলে!ওয়াজেও দেখি নতুন মাত্রা এসেছে।অনেকে বাঙ্গালি সংস্কৃতির বিরুদ্ধে বলতে গিয়ে জেমস,আইয়ুব বাচ্চুকে হার মানিয়ে গানও ধরেন।অনেকে হিন্দি গান করেন।কত ঢং! ধর্মীয় গান ও করেন কেউ কেউ।ধর্মীয় ভাব গাম্ভীর্য আগের মতোন থাকেনা,বিনোদন হয়ে ওঠে।কখনো কখনো ওয়াজ মাহফিল থেকে বক্তাকে একদল প্রতিবাদ করে বিদায়ও করে দেন শ্রোতারা।কেউ কেউ পহেলা বৈশাখ পাজামা পান্জাবি পড়াকে ইসলাম বিরোধী বলে সাম্প্রদায়িক বিষ ছড়ান।আমাদের টকশোর বক্তব্য ইউটিউব থেকে উধাও হলেও এসব থেকে যায়!

মিজানুর রহমান আজহারী নামের একজন দেখি যেখানে যান ঢল নামে মানুষের।তিনি দেখতে সুদর্শন, পোষাকে আধুনিক ফ্যাশন সচেতন।কথা বলেন বাংলায় ইংলিশে আরবীতে।তিনা নারী নেতৃত্বেরর বিরুদ্ধে কথা বলেন।হিজাব পড়লে ইভটিজিং হবেনা জোড় দিয়ে বলেন!মোটা অংকের টাকা নিয়ে নাকি তারা ওয়াজে যান,ট্যাক্স দেন?

আজহারীকে দেখলে দেলোয়ার হোসেইন সাঈদীর কথা মনে পড়ে যায়।আমাদের তারুন্যে দেখতাম সাঈদীর ওয়াজের ক্যাসেট বিক্রি হতো।তিনি যেখানে যেতেন ঢল নামতো মানুষের।যে সব তরুনরা আয়োজক তারা পরে জামায়াতের নেতা! আর দেলোয়ার হোসেন সাঈদীও যুদ্ধাপরাধী জামায়াতের নেতা হন।এমপি হন।এখন যুদ্ধাপরাধ মামলায় আজীবন কারদন্ডে দন্ডিত হয়ে জেলে।

মিজানুর রহমান আজহারী সম্পর্কে সবাই কি খবর জানেন?তিনি নাকি মিসরে পড়াশোনা করেছেন?মালয়েশিয়া ছিলেন?তার রাজনৈতিক কোনো ব্রাকগ্রাউন্ড কি আছে?তাকে পড়াশোনা করিয়ে কারা কোন লাইনে তৈরি করেছেন বা নিজে কোন লক্ষ্য নিয়ে এসেছেন জানেন?কোন এলাকার কি তার পরিবার ও নিজের ব্যাকগ্রাউন্ড? তার পক্ষে বিপক্ষে অনেকে ওয়াজ করেন দেখছি,কারন কি?কি কারনে বিতর্ক?তার ও সাঈদীর বক্তব্যে কি মিল আছে?জানেন কেউ?জানাতে পারবেন?আমার কেবল জানার কৌতুহল।”

মিজানুর রহমান আজহারীকে নিয়ে সাংবাদিক পীর হাবিবুর রহমানের স্ট্যাটাস

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর