১২ ড্রেজার পেট্রোল দিয়ে পুড়িয়ে দিল ম্যাজিস্ট্রেট

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলী নদিতে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ১২ বাংলা ড্রেজার পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জামান, দীর্ঘদিন ধরে কালিহাতির পুংলী নদি থেকে স্থানীয় প্রভাবশালী মহল বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে আসছে।

ফলে নদী পাড়ের বাসিন্দাদের ঘর বাড়ি ও ফসলী জমিসহ পুংলী রেল সেতুটিও হুমকির মুখে রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ সকালে নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে। কাউকে আটক করা যায়নি। ড্রেজার মালিক ও কর্মচারীরা পালিয়ে গিয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর