শেরপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরের ওমরপাড়া গ্রামে তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ) বিকালে প্রতিযোগিতার চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। শত শত নারী-পুরুষ ঘোড়দৌড় খেলা দেখতে ভীড় জমায়। খেলা উপলক্ষ্যে বসে গ্রামীন মেলা। শিশু-কিশোরদের জন্য নাগরদোলা থেকে শুরু করে গ্রামীন নানা ঐতিহ্য স্থান পায় মেলায়।

মেলার আয়োজক কমিটির সদস্য আলমগীর হোসেন বাবলু জানান, স্থানীয় যুব সমাজের উদ্যোগে ঘোড়দৌড়ের ঐতিহ্য ধরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ বছর ১৪ তম বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন এলাকার প্রায় ৪০টি ঘোড়া অংশ নেয় বলে তিনি জানান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর