ঐক্যফ্রন্টের বিক্ষোভ সমাবেশ আজ

গত বছরের ৩০শে ডিসেম্বরের জাতীয় নির্বাচনের প্রথম বছর পূর্তির এক দিন আগে আজ ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। বেলা ২ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ঘোষণা গত বৃহস্পতিবার ঐক্যফ্রন্টের বৈঠক শেষে বলা হলেও গতকাল মহানগর নাট্যমঞ্চে জেএসডির আলোচনা সভায় আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

বিক্ষোভ সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন জোটের নেতারা। বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে ডাকাতি করে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। ভোট ডাকাতির মাধ্যমে এই সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। এর প্রতিবাদে আমরা এই বিক্ষোভ সমাবেশ করবো।

আমাদের এ কর্মসূচিতে সরকার কোনো প্রকার বাধা দিলে আমরা তা মানবো না এবং আমাদের এ কর্মসূচি লাগাতার কর্মসূচিতে পরিণত হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর