কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনের লোকজ উৎসব

শিকড়ের সন্ধানে উৎসবে মাতি’ স্লোগানকে ধারণ করে আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি ২০২০ এ উলিপুর শহীদ মিনার চত্বরে ‘উলিপুর লোকজ উৎসব পরিষদ’ এর আয়োজনে ‘ উলিপুর লোকজ উৎসব ১৪২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।১১ জানুয়ারি লোকজ উৎসব উদ্বোধন করবেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। মঞ্চে উপবিষ্ট থাকবেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, শিক্ষাবিদ ও সংস্কৃতিসেবী অবসরপ্রাপ্ত অধ্যাপক হরি গোপাল সরকার ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার। সভাপতিত্ব করবেন উৎসব পরিষদের আহবায়ক রথীন্দ্র প্রসাদ পান্ডে।

প্রথম দিনের আয়োজনে সকাল ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, দুপুর ১২ টায় জাতীয় পতাকা উত্তোলন, উৎসব উদ্বোধন, স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, ১২ টা ১৫ মিনিটে আলোচনা সভা, দুপুর ২ টায় লাঠি খেলা। ২ টা ৩০ মিনিটে জারি গান, ৩ টায় সংঙ্গীত প্রতিযোগীতা, সন্ধ্যা ৬ টায় সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধা, রাত ৯ টায় যাত্রাপালা।

দ্বিতীয় দিনের আয়োজনে সকাল ১১ টায় লোকজ সঙ্গীত প্রতিযোগীতা, দুপুর ২ টায় লাঠি খেলা, ২ টা ৩০ মিনিটে জারি গান, ৩ টায় লোকজ সংস্কৃতি নিয়ে আলোচনা, ৪ টায় পালা গান, সন্ধ্যা ৬ টায় সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ জিলুফা সুলতানা, কুড়িগ্রাম জেলা জর্জ কোর্টের পিপি এড. আব্রাহাম লিংকন ও প্রাক্তন সিভিল সার্জন মোহাম্মদ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করবেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদের।

সমাপনী আয়োজনে সকাল ১১ টায় সংঙ্গীত প্রতিযোগীতা চূড়ান্ত পর্ব, ৩ টায় আলোচনা সভা, সন্ধ্যা ৬ টায় পুরস্কার বিতরণী ও সমাপনী সাংস্কৃতিক সন্ধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উলিপুর পৌরসভার মেয়র আবু আলা তারেক চৌধুরী, উলিপুর বনিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম মন্ডল দুলু। সভাপতিত্ব করবেন উৎসব পরিষদের আহবায়ক রথীন্দ্র প্রসাদ পান্ডে

বার্তা বাজার / ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর