আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

টানা শৈত্যপ্রবাহে উত্তরের জনপদ দিনাজপুরের মানুষের জনজীবন বিপর্যস্ত। শ্রমজীবী আর অসহায় মানুষেরা কনকনে ঠাণ্ডায় কাজ করতে না পারায় পরিবার নিয়ে চরম কষ্টে রয়েছে।

দিনাজপুর আবহাওয়া অফিস ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, হিমেল বাতাস জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা কমে এসেছে। এটি আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর