ইমরুলের উচিত কৃতজ্ঞতা স্বীকার করতে শেখা: মাশরাফি

শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছিল ঢাকা প্লাটুন-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ খেলায় ঘটে গেছে অন্য রকম এক ঘটনা। চট্টগ্রামের ইনিংসে শুরুর দিকে মুমিনুল হক সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দিয়েছিলেন। তখন ইমরুল স্ট্রাইকিং প্রান্ত ছেড়ে অনেকটাই বেড়িয়ে ছিলেন। ঢাকা প্লাটুনের ফিল্ডাররাও রান আউটের আবেদন করেন। ইমরুলও মাঠের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ক্রিকেটের নিয়মে এটি আউট ছিল। আম্পায়ারও আউট দিতে বাধ্য ছিলেন। তবে ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আম্পায়ারকে অনুরোধ করেন এই আবেদন বিবেচনায় না নেয়ার জন্য। এমন স্পোর্টসম্যানশিপের পরও মাশরাফিকে ধন্যবাদ পর্যন্ত জানাননি ইমরুল।

সংবাদ সম্মেলনে ঠাট্টার ছলে মাশরাফি বলেছেন, ‘ইমরুলের উচিত কৃতজ্ঞতা স্বীকার করতে শেখা। নিয়মানুযায়ী ফিল্ডিং দল চাইলে ওটা আউট নিতে পারে। ইমরুলের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিৎ। যদিও সে আমাকে ধন্যবাদ দেয়নি।’ সংবাদ সম্মেলন কক্ষে মাশরাফির পাশেই ছিলেন ইমরুল। মাশরাফির এমন বক্তব্য শুনে সঙ্গে সঙ্গেই তাঁকে ধন্যবাদ জানান চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক। ইমরুল বলেন, ‘থ্যাংকু ভাই, অনেক ধন্যবাদ।’

মাশরাফি মনে করেন এটা আউট নিলে ভালো হতো না। ব্যাখ্যা দিয়ে ঢাকা প্লাটুন অধিনায়ক বলেছেন, ‘থার্ড আম্পায়ার ওটা আউট দিতে বাধ্য হতেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমরা সিনিয়ররা ওখানে ছিলাম, আমি ছিলাম, তামিম ছিল … ওই আউটটা নিলে ভালো দেখাত না।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর