শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ সেনা পরিবার কল্যাণ সমিতির

গরিব, দুস্থ ও শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস)। শুক্রবার (২৭ ডিসেম্বর) রামুর খুনিয়াপালং এবং রাজারকুল ইউনিয়নের ৪০০’শ মানুষকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রতি বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০ ডিভিশনের জিওসি’র পত্নী ও সেনা পরিবার কল্যাণ সমিতি কক্সবাজার অঞ্চলের সভাপতি শারমিন মাঈন। এ সময় সেপকস কক্সবাজার অঞ্চলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশ সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের স্ত্রীদের দ্বারা পরিচালিত সমিতির জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শীতবস্ত্র পাওয়া হতদরিদ্র মানুষগুলো। প্রসঙ্গত, চলতি মাসে রামু সেনা নিবাসের পক্ষ থেকে গরিব অসহায় মানুষদের মাঝে সাড়ে সাত হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন রামু সেনা বাহিনীর মিডিয়া সেল।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর