বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিহত ১, নিখোঁজ ১০

বঙ্গোপসাগরে ২৩ জনসহ একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ১২ জন জীবিত ও ১ জন মৃত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন আরো ১০ জন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গভীর সমুদ্রে কক্সবাজার থেকে ৩৫ নটিক্যাল মাইল পশ্চিমে ‘রাঙা চোখা’ নামে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারে সর্বমোট ২৩ জন ছিলেন। ট্রলার ডুবির পর এলএনজিবাহী জাহাজ ও ফিশিং ট্রলার সী পাওয়ার দ্রুত এসে ১২ জনকে জীবিত উদ্ধার করলেও ১১ জনকে উদ্ধার করা যায়নি।

পরে অবশিষ্ট ১১ নিখোঁজদের উদ্ধারে অভিযানে নামে নৌবাহিনীর জাহাজ অপরাজেয় ও কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল। কোস্টগার্ডের জাহাজ সৈয়দ নজরুল একজনের মরদেহ উদ্ধার করেছে বলে জানান কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাইফুল ইসলাম।

লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া একজনের মরদেহ কোস্টগার্ড হেফাজতে রয়েছে। নিখোঁজ বাকি ১০ জনকে উদ্ধারে নৌবাহিনী সহ অব্যাহত অভিযান চলছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর