বঙ্গোপসাগরে ট্রলার ডুবি: মৃতদেহসহ উদ্ধার ১৩, নিখোঁজ ১০

কক্সবাজারের মহেষখালী দ্বীপের অদূরে গভীর বঙ্গোপসাগরে ঝড়োহাওয়ার কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জেলের মরদেহ এবং ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জেলে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টা নাগাদ কক্সবাজার থেকে ৩০ মাইল পশ্চিমে গভীর সমুদ্রে ২৩ জন মাঝিমাল্লাসহ এফবি রাঙ্গা চোক্কা নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়। বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, শুক্রবার সকালে গভীর সমুদ্রে ২৩ জন ক্রুসহ এফভি রাঙ্গাচোক্কা নামের একটি মাছ ধরার ফিশিং ট্রলার ডুবে যায়। এসময় এলএনজি বাহী জাহাজ ও সি পাওয়ার-১ নামের একটি ফিশিং জাহাজ ১টি মৃতদেহসহ মোট ১৩ জেলেকে উদ্ধার করেছে। নিখোঁজ রয়েছে আরো ১০ জেলে। তবে সর্বশেষ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধারকৃতদের পরিচয় সনাক্ত করা যায়নি।

তিনি আরো জানান, নিখোঁজ ১০ জেলেদের সন্ধানে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ সৈয়দ নজরুল ইসলাম ও বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ অপরাজেয় ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর