বিজয় দিবস উপলক্ষে প্রাচিন গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিজয় দিবস উপলক্ষে প্রাচিন গ্রাম বাংলার ঐতিহ্যবাহি খেলার আয়োজন করা হয়েছে। “মার্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের” সহ-পরিচালক শেখ মারোক আহামেদ (অনুপম) এর সার্বিক সহযোগিতায় গ্রামবাসি এ আয়োজন করে।

উপজেলার বাসাইল ইউনিয়নের পূর্ব ব্রজের হাটি গ্রামে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ১১টা পর্যন্ত এই খেলায় বিভিন্ন বয়সী ক্রীড়াবিদরা অংশ গ্রহন করেন। বেলা সাড়ে ১১টায় পূর্ব ব্রজেরর হাটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যাবসায়ী জাহিদ হাসান রতনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদ বাচ্চু।

সকালে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ সুচনার পরক্ষনেই গ্রামবাংলার ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি হাড়ি ভাঙ্গা, বালিশ নিক্ষেপ, চকলেট দৌর, ঝুড়িতে বলনিক্ষেপ, সুই সুতা, ও চেয়ার সেটিং খেলা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম জহিরুল ইসলাম লিটু, বাসাইল ইউপি সদস্য শামীমা আক্তার, বিশিষ্ট ব্যাবসায়ী মো. শরিফ হোসেন, আলমগীর শেখ, আব্দুর রহিম, শেখ কাঞ্চনসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর