বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

“জগন্নাথ বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদ (জেনুকাস)” এর উদ্যোগে দিনাজপুরের খানসামা উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা ১২ টায় উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে প্রায় দেড় শতাধিক শীতার্ত মানুষকে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদের উপদেষ্টামন্ডলী। কম্বল বিতরণী অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডির শিক্ষার্থী ও জেনুকাস এর সাধারণ সম্পাদক বিপ্লব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক সেতাবগঞ্চ শাখার কর্মকর্তা মোজাফফর হোসেন মারুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংকের (পীরগঞ্জ শাখা) অফিসার একে আজাদ, সোনালী ব্যাংকের (পার্বতীপুর শাখা) অফিসার মো. মোস্তাফিজুর রহমান, সিএইসিপির কর্মকর্তা আব্দুর রহমান সরকার, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আব্দুল মোমেন।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ব্যাংকার মোজাফফর হোসেন মারুফ সবার সহযোগিতা কামনা করে বলেন, “উত্তরবঙ্গে শীতের প্রকোপ অনেক বেশি। আজকে আমরা জনগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একঝাক তরুণ শিক্ষার্থীরা মিলে আমাদের নিজেদের সাধ্যমত শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেছি। সমাজের বিত্তবান যারা আছেন তারাও যেনো নিজেদের সাধ্যমত যতটুকু পারেন শীতার্ত মানুষদের পাশে দাড়ায় এই প্রত্যাশাই করি।”

বিশেষ অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র একে আজাদ বলেন, “আমরা প্রতিবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে খানসামা উপজেলায় বিভিন্ন ধরণের স্বেচ্ছাসেবী অনুষ্ঠান করে থাকি। উপজেলার প্রতিটি পরিবার, এসব পরিবারের ছেলে মেয়েদের জন্য আমরা বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান করে থাকি। তারই অংশ হিসেবে আমাদের নিজেদের উদ্যোগে আঙ্গারপাড়া ইউনিয়নের দেড় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। আমরা চাই, সমাজের প্রতিটি বিত্তবান মানুষ শীতার্ত মানুষদের পাশে দাড়ানোর আহ্বান জানাচ্ছি।”

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর