ফসল বাঁচাতে বিষ দিয়ে ২৩ ময়ূর মেরে ফেলল কৃষক!

ফসল বাঁচাতে বিষ খাইয়ে ২৩ ময়ূর হত্যা করেছে এক কৃষক। দীনেশ কুমার নামের ওই কৃষক ফসল বপনের আগে ইঁদুর বা ওই জাতীয় প্রাণী ও অন্যান্য পাখিদের হাত থেকে ফসল বাঁচাতে বিষ মিশিয়ে দেন। ওই বিষ মেশানো দানা শস্য খেয়ে মারা গেছে ২৩টি ময়ূর।

বার্তা সংস্থা এএনআই জানায়, ভারতের রাজস্থানের বিকানের জেলার সেরুনা গ্রামে ঘটনাটি ঘটেছে।

বন বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, একটি মটর খেতের চারপাশে মৃত ময়ূরগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। ওই বিষ মেশানো দানা শস্য খেয়েই মৃত্যু ঘটেছে বলে জানান তিনি।

ময়ূরগুলোকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। অভিযুক্ত দোষী দিনেশ কুমারকে পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। সমস্ত বিষয় খতিয়ে দেখে ওই কৃষকের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হবে বলে জানা গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর