চুনারুঘাটে বিজ্ঞান বিষয়ক সেমিনার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ব্যবহারিক শিক্ষার গুরুত্ব, সুযোগ ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে এ সেমিনারের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।

সেবা এনজিও’র প্রধান নির্বাহী তানজিনা খানমের সভাপতিত্বে ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ও সৈয়দ মোতাব্বির আলী।

এতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, পংকজ নাহা, আব্দুল কাইয়ূূম, আব্দুল মালেক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, সাংবাদিক কাজী সুজন প্রমুখ।

বক্তারা বলেন, বিজ্ঞানের নানা আবিস্কার আমাদের প্রতি মুহুর্তে প্রয়োজন এবং আমরা ব্যবহার করছি। অথচ আমাদের ছেলে মেয়েরা বিজ্ঞান চর্চায় পিছিয়ে। তারা বিজ্ঞান বিষয়ে লেখাপড়া করতে ভয় পায়। তাদের এ ভয় দুর করতে হবে।

তাদেরকে বিজ্ঞান শিক্ষায় মনস্ক হতে হবে। আধুনিক বিশ্বের সাথে সমানতালে চলতে গেলে আমাদের ছেলে-মেয়েদের বিজ্ঞান বিষয়ে আরো অগ্রসর এবং তাদেরকে এ বিষয়ে উচ্চতর প্রশিক্ষন দিতে হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর