ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা ৮ ডিগ্রী, চলছে মৃদু শৈত্যপ্রবাহ

সূর্যের তাপ দুদিন থাকার পর ফের ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশায় চারদিক ঢেকে গেছে।

হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা দ্বিগুণ বেড়ে গিয়ে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত। দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা পায়নি ঠাকুরগাঁওয়ের মানুষ। শুধুমাত্র প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে যাচ্ছে না মানুষ। লেপমুড়ি দিয়ে ঘরের ভেতরেই দিন পার করছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও কৃষি অধিদপ্তরের উপপরিচালক আফতাব উদ্দীন জানান, বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে ধারণা করছেন তিনি।

এর আগে গত শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর দুদিন সূর্যের আলোয় শীত কিছুটা দূর হয়েছিল সাধারণ মানুষের। শুরু হয়ে কর্মমুখী মানুষদের বাড়ির বাহিরে আসা। এ দিকে শীতজনিত রোগ নিয়ে জেলার ৫ উপজেলার হাসপাতালগুলোতে লক্ষ করা গেছে উপচেপড়া ভিড়।

শিশুদের পাশাপাশি সব বয়সী রোগীরাই হাসপাতালের বেডে জায়গা না পেয়ে অতিকষ্টে চিকিৎসা নিচ্ছেন হাসপাতালগুলোর মেঝেতে।

ঠাকুরগাঁও ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা গেছে, জেলায় বরাদ্দ পাওয়া ৩২ হাজার ছয়শ শীতবস্ত্র ইতোমধ্যে বিতরণ শেষ হয়েছে। আরও ষাট হাজার শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলার সাধারণ শীতার্ত মানুষের শীত নিবারণ করতে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি এলাকার বেসরকারি এনজিও, বিত্তবানসহ সর্বশ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর