শৈত্যপ্রবাহের সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি

শৈত্যপ্রবাহের সঙ্গে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে যশোরে শুরু হয় বৃষ্টি। কুয়াশা এবং সকাল ১১টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শৈত্যপ্রবাহকে আরও বাড়িয়ে দিয়েছে।

বৃষ্টির ফলে তাপমাত্রা বেশি থাকলেও তীব্র শীত অনুভূত হচ্ছে। যশোর বিমানবন্দর নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সকালে যশোরের তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বৃষ্টি হয়েছে বেলা ১টা পর্যন্ত ৪ মিলিমিটার।

বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমে আসে। বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জনজীবনে ভোগান্তিতে নেমে এসেছে। কাজ ছাড়া ঘরের বাইরে আসছেন না কেউ।

এদিকে আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন স্থানে শুক্রবারও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এরপর শনিবার থেকে আরেক দফা শৈত্যপ্রবাহ শুরু হওয়ার আশঙ্কা আছে। তিন থেকে পাঁচ দিন শৈত্যপ্রবাহটি থাকতে পারে।

এ ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দুই বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। এদিকে দুপুর ২টার পর থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায়ও গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর