তুরস্কে নৌকাডুবে ৭ শরণার্থী নিহত

তুরস্কে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের শরণার্থী বহনকারী একটি নৌকাডুবে সাতজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের পূর্বাঞ্চলীয় লেক ভেনে ওই দুর্ঘটনা ঘটেছে। তবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ওই লেকটি ইরান সীমান্তের কাছে অবস্থিত। প্রায়ই এই পথ ধরে শরণার্থীরা ইউরোপের উদ্দেশে তুরস্ক পাড়ি দিয়ে থাকে।

ডুবে যাওয়া নৌকাটি থেকে ৬৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছাকাছি হাসপাতাল এবং আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সময় ভোর তিনটার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তুরস্কের সীমানার মধ্যে থাকা ওই লেকের মধ্যে তারা নৌকা নিয়ে কেন গিয়েছিল তা এখনও পরিষ্কার নয়।

গভর্নরের কার্যালয় জানিয়েছে, উত্তরাঞ্চলীয় বিতলিস উপকূলের আদিলসেভাজ জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে। শরণার্থী বোঝায় ওই নৌকাটিতে মোট কতজন ছিল তা এখনও জানা যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর