অঝোরে কাঁদলেন সাঈদ খোকন (ভিডিওসহ)

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনতে গিয়ে অঝোরে কাঁদলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকন।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে তিনি কান্না করেন।

রাজনীতিতে নিজের কঠিন সময় যাচ্ছে জানিয়ে খোকন দেশবাসী ও ঢাকাবাসীর কাছে দোয়া চান।

কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিভাবক হিসেবে মান্য করার কথা জানিয়ে সাঈদ খোকন বলেন, ‘আমার পিতা মেয়র মোহাম্মদ হানিফ। পিতার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। আজ পিতা নাই, পিতা হারিয়েছি। পিতার অবর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। আমার জন্য তিনি যা মনে করবেন সেটাই করবেন।’

গত সাড়ে চার বছরে ঢাকা শহরের ইতিবাচক পরিবর্তন করেছেন দাবি করে ঢাকা দক্ষিণের মেয়র বলেন, ‘আমি অনেক কাজ করেছি। কিছুটা কাজ বাকি আছে। আমি যেন বাকি কাজ শেষ করতে যেতে পারি।’

সাঈদ খোকন বলেন, ‘আজকে ঢাকাবাসীর কাছে দোয়া চাই। আমি কখনো কর্তব্যে অবহেলা করিনি। আজকে কঠিন সময়ে এ দেশের মানুষ যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আগামী পাঁচ বছর আমি আপনাদের পাশে থাকব।’

গতকাল বুধবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি-ডিএসসিসি) নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের জন্য ফরম বিক্রি শুরু করা হয়। আগামীকাল শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন।

মনোনয়নপত্র বিক্রির প্রথম দিন গতকাল বুধবার ডিএসসিসিতে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন দুই সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ও হাজী মোহাম্মদ সেলিম। ডিএনসিসিতে এ পদে লড়তে বুধবারই আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম।

মনোনয়নপত্র বিতরণ শেষে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় দলটির প্রার্থী নির্বাচিত করা হবে।

মনোনয়ন নিতে এসে কাঁদলেন সাঈদ খোকন

মনোনয়ন নিতে এসে কাঁদলেন সাঈদ খোকন

Gepostet von Barta Bazar am Donnerstag, 26. Dezember 2019

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর