রাজধানীসহ দক্ষিণাঞ্চলে বৃষ্টির শঙ্কা

রাজধানীসহ দক্ষিণাঞ্চলে আগামী দুই দিন হালকা বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতর।

বুধবার সকালে এমন তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক। এ আবহাওয়াবিদ বলেন, দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হবে সেই অঞ্চলের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ মাপমাত্রা টেকনাফে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও দুপুরের পর সূর্যের দেখা মিলতে পারে রাজধানীতে। এদিকে সকালে কুয়াশা ভেদ করেই রাজধানীবাসী যার যার গন্তব্যে রওনা হন।

উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। ভোর ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, কুয়াশার চাদরে ঢাকা পড়েছে যশোরের জনপথ। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর