‘যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, তাদের রুখে দেয়া হবে’

পরিকল্পিতভাবে যারা দেশে আবারও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে তাদের ঐক্যবদ্ধভাবে রুখে দেয়ার কথা বললেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে নিজ সংসদীয় এলাকা কামরাঙ্গীরচরে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ ও মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এসময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। উপস্থাপন করা হয় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা।

বঙ্গবন্ধুকে হত্যার পর নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছিল বলে অভিযোগ করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, যে শক্তির বিরুদ্ধে আমরা ৭১ লড়াই করেছি, এখনও সেই শক্তির বিরুদ্ধে আমাদের রাজনৈতিক লড়াই করতে হচ্ছে। পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার যে চেষ্টা চলছে।

সেই চেষ্টা আমাদের ঐক্যবদ্ধ ভাবে রুখে দিতে হবে। আর কোন মতেই যেনো এই অপশক্তি বাংলাদেশের বুকে মাথা তুলে দাঁড়াতে না পারে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর