আ.লীগের সভাপতিমণ্ডলীর বৈঠক শুরু

আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্যদের বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভাপতিমণ্ডলীর বৈঠকে সদস্যরা উপস্থিত আছেন। আজকের বৈঠকে দলটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের ৩৯ টি শূন্য পদে নতুন কারা আসছেন তা ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

বৈঠকে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, নুরুল ইসলাম নাহিদ, অ্যাডভোকেট সাহারা খাতুন, ড. আব্দুর রাজ্জাক, কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, পীযূষ কান্তি ভট্টাচার্য, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, রমেশ চন্দ্র সেন, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, শাজাহান খান, আব্দুর রহমান। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বৈঠকে অংশ নেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর