নওগাঁয় দৈনিক ইত্তেফাকের ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আলোচনা সভার, কেক কাটা ও র‌র্যালীর মধ্যে দিয়ে নওগাঁয় দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টায় জেলা ঐতিহ্যবাহী প্যারীমোহণ সাধারণ গণগ্রন্থাগারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা ইউনিট কমান্ডার হারুন-অল-রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের নওগাঁর উপ-পরিচালক গোলাম মো: শাওনেওয়াজ, সাবেক জেলা ইউনিট ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গোলাম সামদানি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল নওগাঁর সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির সভাপতি অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন, নওগাঁ থিয়েটারের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম।

দৈনিক ইত্তেফাক পত্রিকার বর্ণাঢ্য কর্মপথ চলা এবং নানান দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তরা, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠা তোফাজ্জল হোসেন মানিক মিয়া ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর বিশেষ আলোচনা করেন।

বক্তরা আরো বলেন, সার্বভৌমত্ব, মানুষের অধিকার রক্ষা, সমাজে পিছিয়ে থাকা বা খেটে খাওয়া মানুষের অধিকার সুরক্ষা, দেশের স্বাধীনতা অর্জনের প্রশংনীয়। আগামীতে দৈনিক ইত্তেফাক পত্রিকার আরো সুন্দর ভাবে পথ চলবে সেই আশা ব্যক্ত করেন।

নওগাঁ কৃষক লীগের সহ-সভাপতি খোরশেদ আলমের অনুষ্ঠানে সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক পত্রিকার নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক। অনুষ্ঠানে সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, সাংবাদিক আব্দুল মান্নান, ফারমান আলী, আতাউর রহমান, জাহিদুল হক মিন্টুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে একটি র্যালী বের করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর