১০ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান

আবারো পাকিস্তানে ফিরছে টেস্ট ক্রিকেট। ১০ বছর পর আবারো শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে পুনরায় পুরোদমে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার প্রত্যাশা করছে পাকিস্তান।

সবশেষ ঘরের মাঠে পাকিস্তান টেস্ট সিরিজ খেলে ২০০৯ সালে। ওই সিরিজ চলাকালীন শ্রীলঙ্কান ক্রিকেট টিমের উপর সন্ত্রাসী হামলা হলে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এরপর লাহোরে বিশ্ব একাদশের বিপক্ষে ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। যেখানে বিশ্ব একাদশের হয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নেন। মাঝে জিম্বাবুয়ে পাকিস্তানে গিয়ে সিরিজ খেললেও নিয়মিত হয়নি আন্তর্জাতিক ক্রিকেট।

এবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আবারো পাকিস্তানের ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ২০০৯ সালে যে শ্রীলঙ্কার উপর হামলার পর বন্ধ হয় আন্তর্জাতিক ক্রিকেট সেই শ্রীলঙ্কার পাকিস্তান সফর দিয়ে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। ২ ম্যাচের টেস্ট সিরিজ হবে লাহোর এবং করাচিতে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর