পাকুন্দিয়ায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাবলিক লাইব্রেরির হলরুমে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আলোচনা সভা ও কেক কেটে দৈনিক ইত্তেফাক পত্রিকার ৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পাকুন্দিয়া প্রেস ক্লাবের সভাপতি এম,এ রশীদ ভুইয়া।

দৈনিক ইত্তেফাক এর পাকুন্দিয়া উপজেলা প্রতিনিধি প্রভাষক তরিকুল হাসান শাহীন এর সন্চালনায়- বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম, পাকুন্দিয়া মহিলা কলেজ এর অধ্যক্ষ মোজাম্মেল হক জামাল, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আছাদুজ্জামান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল মিয়া, তারেক হাসনাত তারেক প্রমুখ।

বক্তরা বলেন, মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মানিক মিয়া ও দৈনিক ইত্তেফাক এই তিনের মিলিত শক্তি এক হয়ে বাঙালির স্বাধিকার আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিল। তারই পথ ধরে মুক্তিযুদ্ধ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর